মেসির বার্সায় ফেরার সবচেয়ে বড় বাধা ফিন্যানশিয়াল ফেয়ার প্লে। এ নিয়ে লা লিগা কর্তৃপক্ষের কাছ থেকে কাতালানরা সবুজ সংকেত পেয়েছে বলে জানায় একাধিক স্প্যানিশ দৈনিক। তাই গতকালের বৈঠকে চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত হয়েছে কি না—এমন প্রশ্নে হোর্হে জানালেন, ‘আমরা অন্য দিন আলাপ করেছিলাম। বিশেষ কিছু হয়নি। এখনো তেমন কিছু হয়নি।’
হোর্হের পর মেসির ফেরার সম্ভাবনা নিয়ে সাংবাদিকরা জানতে চান হোয়ান লাপোর্তার কাছেও। এ সময় মেজাজ হারিয়ে এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেন তিনি। সেই সাংবাদিককে লাপোর্তা বলেন, ‘মেসিকে ফেরানো কতটা কঠিন দেখবেন আপনি।’ পরে অবশ্য মুঠোফোনটা ফেরত দেন লাপোর্তা।
এদিকে এএফপি গত মাসে জানিয়েছিল, সৌদি আরবের একটি ক্লাবের সঙ্গে মোটা অঙ্কের চুক্তিতে নিজের সম্মতি জানিয়ে ফেলেছেন মেসি। গতকাল সেই এএফপিই জানিয়েছে, মেসির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারতে প্যারিসে পৌঁছেছেন আল-হিলাল ক্লাবের কর্মকর্তারা। ক্লাবটির একটি সূত্র এএফপিকে বলেছে, ‘সৌদি আরবের আলোচকদলের লক্ষ্য একটাই, সৌদির প্রস্তাবে মেসির সম্মতি নিয়ে ফিরবে তারা
গোলডটকম জানিয়েছে, আল হিলালের কর্মকর্তাদের মেসি জানিয়েছেন, তিনি সৌদি আরবে যেতে চান এক বছর পর। ধারণা করা হচ্ছে, হয়তো মেসি নিজেও চান একটি মৌসুম বার্সার জার্সিতে খেলতে
মেসির এমন প্রস্তাবে বিস্মিত সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এক বছর পেছালে প্রস্তাবটা আর এখনকার মতো ৫০০ মিলিয়ন ইউরো থাকবে না।
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...