বান্দরবানে তীব্র ঝড়বৃষ্টিতে দুইজনের মৃত্যু

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১/৬/২০২৫, ৪:৪০:১৭ AM

বান্দরবানে তীব্র ঝড়বৃষ্টিতে দুইজনের মৃত্যু

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বান্দরবানে ঝড়বৃষ্টি দেখা দিয়েছে। এরই মধ্যে আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে পৃথক ঘটনায় গাছচাপা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।


শনিবার (৩১ মে) দিনের বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মেনরত পাড়ায়, বাড়ির উঠানে কাজ করার সময় ঝড়ো বাতাসে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে মারা যান তাইপাও ম্রো। তিনি স্থানীয় বাসিন্দা রিংয়ং ম্রোর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।

অপরদিকে, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা এলাকায়, ঝড় শেষে গরু বাঁধতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান নূর ফয়েজ (৪০) নামের এক কৃষক। তিনি দক্ষিণ বিছামারা এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ঝুঁকিপূর্ণ এলাকায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

খালেদা জিয়া রাষ্ট্রপতি?

খালেদা জিয়া রাষ্ট্রপতি?

১ জুলাই, ২০২৫

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। তবে এখনো রাষ্ট্রপতির পদে বহাল আছেন তার আমলে নিয়োগপ্রাপ্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু। এই প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রপতি পরিবর্তন ও নতুন নেতৃত্ব নিয়ে সরব হয়েছেন জনপ্র...