রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও চাঁদাবাজির রশিদসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সক্রিয় সদস্য বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সাজেকের ১১ নম্বর কিলো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঘাইহাট জোনের একটি সেনা দল। অভিযানে আটক হন সুগা চাকমা, বিন্দুময় চাকমা
তারা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অস্ত্র-গোলাবারুদের অবৈধ মজুদের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি এলজিম (দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র), একাধিক কার্তুজ ও গুলি, চাঁদা আদায়ের রশিদ ও হিসাব খাতা উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ
বাঘাইহাট জোনের কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা বলেন, “আটক ব্যক্তিরা ইউপিডিএফ-এর হয়ে স্থানীয় জনগণের কাছ থেকে চাঁদা আদায় ও ভীতি প্রদর্শনের কাজে জড়িত ছিল। তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও জানান, “পার্বত্য অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলমান থাকবে।”