যুক্তরাজ্যের মহারাজা চার্লস তৃতীয় বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে এক ব্যক্তিগত সাক্ষাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান।
রাজা চার্লস দীর্ঘদিন ধরেই নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের কাজের ভক্ত। বিশেষ করে দারিদ্র্য বিমোচনে মাইক্রোক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠা, সামাজিক ব্যবসার মাধ্যমে বৈষম্য ও বেকারত্ব দূর করার উদ্যোগ, এবং তার 'থ্রি জিরো' ভিশন (দারিদ্র্যশূন্য, বেকারত্বশূন্য ও কার্বনশূন্য বিশ্ব গঠন) – এসব নিয়ে রাজা আগ্রহী। এমনকি অধ্যাপক ইউনূসের একটি বইয়ের ভূমিকাও লিখেছেন তিনি।
সাক্ষাতে তারা জলবায়ু পরিবর্তন, বিশ্বব্যাপী সামাজিক বৈষম্য, এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে মতবিনিময় করেন বলে জানা গেছে।
এই সৌজন্য সাক্ষাৎ অধ্যাপক ইউনূসের চলমান যুক্তরাজ্য সফরের অংশ, যেখানে তিনি এর আগে ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা, গবেষক এবং কূটনীতিকদের সাথেও বৈঠক করেছেন।