বাংলাদেশি পাসপোর্টে দীর্ঘদিন ধরে থাকা ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি পুনরায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এরইমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ এপ্রিল অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আগের মতো পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত” শর্তটি পুনর্বহাল করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সরকারি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে বলেছে, সরকার ইতোমধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।
উল্লেখ্য, এর আগে বহু বছর ধরে বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকত: “এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত।” তবে ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নতুন ই-পাসপোর্ট চালু করা হলে সেখানে থেকে এই বাক্যটি বাদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে তখন বিতর্ক হলেও সরকার বলেছিল, এর মাধ্যমে আন্তর্জাতিক মান অনুযায়ী ‘নিরপেক্ষ কূটনৈতিক ভাষা’ অনুসরণ করা হয়েছে।
সম্প্রতি বিভিন্ন মহল থেকে এই শর্ত পুনর্বহালের দাবি তোলার পর সরকার নতুন করে সিদ্ধান্ত নেয় পুরনো অবস্থায় ফিরে যাওয়ার।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কূটনৈতিকভাবে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে বাংলাদেশ তার ঐতিহ্যগত পররাষ্ট্রনীতি—যেখানে ফিলিস্তিনের পক্ষে অবস্থান এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখার অবস্থান—পুনর্ব্যক্ত করতে চাচ্ছে।
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ...
২০ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ...