ফেনী শহরের একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে এক শিশুসন্তানসহ স্বামী-স্ত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের এসএসকে সড়কের স্টার লাইন টার্মিনালের পাশের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটেছে।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, রাত ৯টার দিকে এসএসকে সড়কের ইতালি ভবন-২ এর পাঁচতলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এই ঘটনায় ঘরের আসবাবপত্র ও বিভিন্ন স্থানে আগুন লেগে যায়।
অগ্নিদগ্ধরা হলেন অ্যারিস্টোফার্মা ফেনী ডিপোর সহকারী ইনচার্জ আশিষ (৪০), তার স্ত্রী টুম্পা রানি (৩০) ও তাদের ছেলে ঋক (৯)। আশিষ ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার নেপাল সরকারের ছেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেসময় অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বিদ্যুতের লাইন ত্রুটিপূর্ণ হওয়ায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটেছে।
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ফৌজুল কবির বলেন, অগ্নিদগ্ধ আশীষের অবস্থা সংকটাপন্ন। এছাড়া টুম্পার দেহের ৩৫-৪০ শতাংশ এবং তার ছেলের ৪০-৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।