প্রায় তিন দশকেরও বেশি সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের সমাবর্তনের পরপরই ঘোষণা করা হবে চাকসুর রোডম্যাপ। নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জুলাই বা আগস্ট মাসে। দীর্ঘ বিরতির পর এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা ও প্রত্যাশা, ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ও সংগঠনের আরেক নেতা শাহরিয়ার লিমন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আল মাসনূন এবং খান তালাত মাহমুদ রাফি, ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি, স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড)-এর মুখপাত্র জগলুল আহমেদ এবং বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীও রয়েছেন আলোচনায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, “চাকসু নির্বাচন যেন শুধুই আনুষ্ঠানিকতা না হয়ে ওঠে। ছাত্রদের প্রকৃত সমস্যা ও দাবিগুলো যেন নির্বাচনের মূল বিষয় হয়—এই প্রত্যাশাই আমাদের।”
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...