চট্টগ্রামের যানজট নিরসনে নগরের পাহাড়তলী সাগরিকা পশুর হাট এলাকায় একটি আন্তর্জাতিক মানের আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
রবিবার (৪ মে) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আন্তঃজেলা বাস মালিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র বলেন, “নগরবাসী প্রতিদিন যে যানজটের দুর্ভোগে পড়ছেন, তা শুধু জনজীবন নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা এ সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছি।”
মেয়র আরও জানান, “চট্টগ্রামে যত্রতত্র বাস স্টপেজ, অপরিকল্পিত গণপরিবহন এবং আধুনিক টার্মিনালের অভাবের কারণে যানজট প্রকট আকার ধারণ করেছে। পাহাড়তলীর সাগরিকায় একটি সংগঠিত বাস টার্মিনাল নির্মাণের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি।”
সভায় আন্তঃজেলা বাস মালিক সমিতির নেতারা বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামে প্রতিদিন লক্ষাধিক যাত্রী চলাচল করে, অথচ আজও সেখানে কোনো সংগঠিত আন্তঃজেলা বাস টার্মিনাল গড়ে ওঠেনি। ফলে যাত্রীদের হয়রানি, নিরাপত্তাহীনতা এবং যানজট নিত্যদিনের ঘটনা।
নতুন প্রস্তাবিত টার্মিনালটি আন্তর্জাতিক মানের হবে বলে জানান মেয়র। সেখানে আধুনিক অবকাঠামো, যাত্রীদের বিশ্রামাগার, টিকিট কাউন্টার, পার্কিং এবং অন্যান্য নাগরিক সেবার ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, “নগর উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, মানুষের জীবনমান উন্নয়নে পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করাও আমাদের লক্ষ্য।”
সভায় আরও উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ, নিয়াজ খান, আবুল বাহার চৌধুরী, রুহুল আমিন, মনোয়ার হোসাইন, রিয়াজু আহমেদ, ফখরুল হাসান চৌধুরী, নাজিম উদ্দিন সোহেল ও আনোয়ার হোসেন এরশাদ