চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংঘটিত অস্ত্র লুটের ঘটনায় ব্যবহার করা রিভলবারসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় নগরজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (২৭ মে) রাতে পাহাড়তলীর দক্ষিণ কাট্টলীর পিসি রোডে ডাকাতির প্রস্তুতিকালে মো. পারভেজ (২৫) নামের একজনকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, ছোরা ও একটি দা। পরদিন বুধবার (২৮ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পালিয়ে যাওয়া আরেক সদস্য রিয়াজুর রহমান মুরাদ (২২)–কে একই থানার ঝোলাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ কাট্টলীর পিসি রোডে একদল যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবরে পুলিশ দ্রুত অভিযান চালায়। পারভেজকে অস্ত্রসহ হাতে-নাতে আটক করা গেলেও বাকি সদস্যরা সেসময় পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতার মুরাদ সেই পালিয়ে যাওয়া দলের অন্যতম সদস্য।
গ্রেফতারকৃত পারভেজ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তার কাছ থেকে উদ্ধার হওয়া রিভলবার ও গুলি গত বছরের ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট করা হয়। ওই সময় রাজনৈতিক অস্থিরতার সুযোগে সংঘবদ্ধ অপরাধীচক্র থানা থেকে অস্ত্র লুটে নেয় বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, এই দুই আসামি একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা রাতের বেলা নগরীর বিভিন্ন এলাকায় পথচারী, রিকশা ও অটোরিকশা চালক, বিমানবন্দরগামী যাত্রী, এমনকি পতেঙ্গা সমুদ্রসৈকতে ঘুরতে আসা মানুষদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে। এছাড়া তারা পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ডভ্যানেও ডাকাতির সঙ্গে জড়িত।
এই ঘটনায় পাহাড়তলী থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকাত দলের বাকি সদস্যদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম নগরীতে রাজনৈতিক অস্থিরতার পরপরই থানা থেকে অস্ত্র লুট ও তা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা উদ্বেগজনক বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এই ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং চরমপন্থী গোষ্ঠীর সক্রিয়তার ইঙ্গিত দেয়, যার দ্রুত ও কার্যকর তদন্ত প্রয়োজন।
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “পূর্বের অভিজ্...
৪ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...