খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের সীমান্তবর্তী সীমানাপাড়া ও উত্তর দুদকছড়া এলাকায় ফের সশস্ত্র সংঘর্ষে জড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস – সন্তু) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ – প্রসীত) গ্রুপ। শনিবার দুপুর ১২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়, শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি চলমান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কোম্পানি কমান্ডার সুমেন চাকমা ও গ্রুপ কমান্ডার নিকোলাস চাকমা’র নেতৃত্বে প্রায় ৮০-৮৫ জন এবং পিসিজেএসএস (সন্তু) দলের কমান্ডার চিনু মারমা ও জয়দেব চাকমা’র নেতৃত্বে প্রায় ৬৫-৭০ জন সশস্ত্র সদস্য এই সংঘর্ষে অংশ নিচ্ছেন।
এর আগে ২৭ মে হারুবিল ও আদমপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে একই ধরনের সশস্ত্র সংঘর্ষ ঘটে। দীর্ঘদিন ধরেই পানছড়িতে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে বিরোধ চলে আসছে। পূর্বে ইউপিডিএফ (প্রসীত) নিয়ন্ত্রিত এলাকাগুলো বর্তমানে জেএসএস (সন্তু) দলের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় এই উত্তেজনা আরও বাড়ে। ধারণা করা হচ্ছে, এলাকাগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ইউপিডিএফ (প্রসীত) অভিযান শুরু করেছে।
এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন, অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, “ঘটনার খবর পাওয়ার পর যৌথবাহিনী সেখানে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”
সংঘর্ষে এখনো কোনো হতাহতের নির্দিষ্ট খবর পাওয়া যায়নি। তবে এলাকাবাসী আশঙ্কা করছেন পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
১ জুলাই, ২০২৫
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। তবে এখনো রাষ্ট্রপতির পদে বহাল আছেন তার আমলে নিয়োগপ্রাপ্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু। এই প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রপতি পরিবর্তন ও নতুন নেতৃত্ব নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার, লেখক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য।সোমবার (৩০ জুন) সন্ধ্যায় “চুপ্পু আউট: কে হচ্...
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
১ জুলাই, ২০২৫
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। তবে এখনো রাষ্ট্রপতির পদে বহাল আছেন তার আমলে নিয়োগপ্রাপ্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু। এই প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রপতি পরিবর্তন ও নতুন নেতৃত্ব নিয়ে সরব হয়েছেন জনপ্র...