চট্টগ্রাম নগরীর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে আসা হাজারো পর্যটকের সুবিধার্থে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) একটি আধুনিক ‘নাগরিক সুবিধা কমপ্লেক্স’ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পতেঙ্গা বিচ এলাকায় প্রায় ১৫ কাটা জমির ওপর নির্মিতব্য এই তিনতলা বিশিষ্ট কমপ্লেক্সটি পর্যটকদের মৌলিক ও ধর্মীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম জানান, পতেঙ্গায় প্রতিদিন হাজারো দর্শনার্থীর ভিড় থাকে। বিশেষ করে সরকারি ছুটি, জাতীয় দিবস বা উৎসবের দিনে এখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এত বিপুল সংখ্যক মানুষের জন্য মানসম্মত স্যানিটেশন, ওজু ও নামাজের জায়গা না থাকায় পর্যটকরা নানা সমস্যার সম্মুখীন হন। এই বাস্তবতা থেকেই কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
জানা গেছে, নাগরিক সুবিধা কমপ্লেক্সের নিচতলায় থাকবে পুরুষ ও নারীদের জন্য ২০টি পৃথক টয়লেট, গোসলের জায়গা, হাইজিন কর্নার, ব্রেস্ট ফিডিং কর্নার, বার্থিং স্টেশন এবং পর্যাপ্ত সংখ্যক লকারসহ আধুনিক সেবা ব্যবস্থা। দ্বিতীয় তলায় থাকবে নারী ও পুরুষদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা, যা সৈকতে নামাজ আদায়ে আগতদের জন্য একটি বড় স্বস্তির জায়গা হবে। তৃতীয় তলায় থাকবে একটি ওয়াচ টাওয়ার এবং একটি রেস্টুরেন্ট, যেখানে পর্যটকরা উপভোগ করতে পারবেন সমুদ্রের দৃশ্য ও সুস্বাদু খাবার।
বর্তমানে মূল বিচ এলাকায় নামাজের জন্য কোনো নির্ধারিত স্থান না থাকায় পর্যটকদের মধ্যে অনেকেই সমস্যায় পড়েন। এছাড়া, জনসমাগমের তুলনায় স্যানিটারি সুবিধাও ছিল অত্যন্ত সীমিত। ব্যবসায়ী ও স্থানীয়দের ভাষ্যমতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পতেঙ্গা বিচে পর্যটন অভিজ্ঞতা আরও উন্নত হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে চট্টগ্রামের আকর্ষণীয়তা বহুগুণে বৃদ্ধি পাবে।
সিডিএ চেয়ারম্যান জানান, “পতেঙ্গা শুধুমাত্র চট্টগ্রামের নয়, বরং দেশের একটি জনপ্রিয় পর্যটন স্পট। পর্যটকদের সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই নাগরিক সুবিধা কমপ্লেক্সটি বাস্তবায়নে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দেখাচ্ছি।”
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “পূর্বের অভিজ্...
৪ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...