ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই যুক্তরাষ্ট্রপ্রবাসী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
শুক্রবার (২৩ মে) ভোর ৫টায় যুক্তরাষ্ট্র থেকে স্ত্রীসহ দেশে ফেরার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। জানা গেছে, মীরসরাই থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে এ গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।
গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস সাংবাদিকদের জানান, “আমরা দীর্ঘ প্রায় এক বছর আমেরিকায় ছিলাম। শুক্রবার সকালে ঢাকা বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন সম্পন্ন করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর কোনো ব্যাখা না দিয়েই তারা তাকে চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যায়।”
তবে মীরসরাই থানার ডিউটি অফিসার এসআই রাজিয়া আক্তার সাংবাদিকদের বলেন, “এ ধরনের গ্রেপ্তারের বিষয়ে আমি এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। খোঁজখবর নিয়ে দেখছি।”
সাবেক এই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে চলমান একটি তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “পূর্বের অভিজ্...
৪ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...