সাতকানিয়ার আই এম এস গ্রুপের কর্ণধার আবুল বশার আবু’র খায়েশ হয়েছিল কর্ণফুলী নদী দখল করে স্থাপনা নির্মাণ করে সেখানে বরফ কল করবেন । কিন্তু তার সেই খায়েশ তথা স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্ণফুলী উপজেলার এসি ল্যান্ড পীযূষ কুমার চৌধুরী ।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের বাংলা বাজার ঘাট এলাকায় নদী ভরাট করে আইএম এস গ্রুপের গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ।
আজ ১১ জুলাই ( মঙ্গলবার) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্ণফুলী উপজেলার এসিল্যান্ড পীযুষ কুমার চৌধুরী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। সাতকানিয়ার আইএমএস গ্রুপ কর্তৃক কর্ণফুলী নদীর তীর সংলগ্ন ২৫ শতক জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং এই গ্রুপের কর্ণধার আবুল বাশার আবু কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের ব্যাপারে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী বলেন,
” চট্টগ্রামের মান্যবর জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে নদী দখল করে কেউ যেন স্থাপনা নির্মাণ করতে না পারে । কর্ণফুলী নদী দূষণ মুক্ত রাখতে এবং নদী দখল করে কেউ যেন অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে । আজকে রাতের মধ্যে কর্ণফুলী নদীর তীর সংলগ্ন সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে । দখলদারদের হাত থেকে কর্ণফুলী নদীকে রক্ষা করতে এই ধরনের অভিযান চলমান থাকবে ” ।
উল্লেখ্য অভিযান চলাকালীন দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানাতে দেখা গেছে স্থানীয় জনসাধারণকে।