ইসরায়েল-ইরান যুদ্ধাবস্থার মধ্যে নিরাপত্তা শঙ্কায় তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। মঙ্গলবার (১৭ জুন) ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক।
তিনি বলেন, “ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি নাগরিক রয়েছেন। এর মধ্যে তেহরানে আছেন প্রায় ৪০০ জন। তাদের নিয়ে আমরা বিশেষভাবে উদ্বিগ্ন। যুদ্ধ পরিস্থিতিতে হামলার শঙ্কা রয়েছে। তাই আমরা চাচ্ছি, যেন তারা নিরাপদে থাকতে পারেন।”
পররাষ্ট্র সচিব জানান, তেহরানে থাকা বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত ১০০ জন দূতাবাস ও মন্ত্রণালয়ের হটলাইনে যোগাযোগ করেছেন এবং তারা নিরাপদ স্থানে যেতে ইচ্ছুক বলে জানিয়েছেন। এই ১০০ জনের সঙ্গে দূতাবাসের ৪০ জন কর্মকর্তা-কর্মচারীকেও সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সরকার এই নাগরিকদের বিকল্প নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সহায়তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের সামরিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার পর থেকে ইসরায়েল তেহরানসহ বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। পাল্টা হামলার মধ্য দিয়ে যুদ্ধ পরিস্থিতি এখন পঞ্চম দিনে পৌঁছেছে।
এই প্রেক্ষাপটে, ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং তাদের স্বজনদের জরুরি সহায়তা দিতে হটলাইন চালু করেছে বাংলাদেশ সরকার। তেহরানে বাংলাদেশ দূতাবাস এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়—দুই স্থান থেকেই এই হটলাইন কার্যকর রয়েছে।
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ...
২০ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ...