তথ্য উপদেষ্টার ওপর হামলার ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক সংগঠনের নিন্দা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৬/৫/২০২৫, ৮:৩৭:৪৯ AM

তথ্য উপদেষ্টার ওপর হামলার ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক সংগঠনের নিন্দা

রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিকদের শীর্ষ সংগঠনগুলো। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), চট্টগ্রাম প্রেসক্লাব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


বৃহস্পতিবার (১৫ মে) এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা ও সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “নতুন হল নির্মাণ, ক্যাম্পাস সম্প্রসারণ ও আবাসন সংকট নিরসনের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের কর্মসূচিতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সরাসরি উপস্থিত হয়ে বড় মন নিয়ে শিক্ষার্থীদের দাবি শুনতে গিয়েছিলেন। অথচ এ সময় মাথায় বোতল নিক্ষেপের মতো ন্যক্কারজনক হামলার শিকার হতে হয়েছে তাঁকে। এটি শুধু নিন্দনীয় নয়, বরং রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তাঁর ওপর হামলা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হতে পারে।”

নেতারা আরও বলেন, “আন্দোলনের নামে সহিংসতা ও বিশৃঙ্খলা কখনোই গণতান্ত্রিক চর্চার অংশ হতে পারে না। এ ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দায়িত্বহীন ও উসকানিমূলক কাজ করার সাহস না পায়।”

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ সকল পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানসহ যে কোনো গণমাধ্যম বা রাষ্ট্রীয় পরিবেশে সহিংসতা নয়, যুক্তির মাধ্যমে সমাধানই হতে হবে আমাদের একমাত্র পথ।”

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রামজাতীয়

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...