ঢাকার পর এবার চট্টগ্রামেও নতুন করে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নগরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে একজন এবং মা ও শিশু হাসপাতালে আরও দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম মঙ্গলবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করে বলেন, “বর্তমানে নগরের সরকারি হাসপাতালগুলোতে করোনা শনাক্তকরণ কিটের কিছুটা সংকট দেখা দিয়েছে। তবে কিট আসার প্রক্রিয়া চলছে, আশা করছি কয়েকদিনের মধ্যেই এ সমস্যা কেটে যাবে।”
তিনি জানান, বেসরকারি হাসপাতালগুলোতে কিট সংকট না থাকায় সেখানে পরীক্ষা স্বাভাবিকভাবে চলবে। এদিকে স্বাস্থ্য বিভাগ করোনা পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন পর করোনা শনাক্তের এমন খবর নতুন উদ্বেগের ইঙ্গিত হতে পারে। তাই মাস্ক পরা, হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, গত সপ্তাহে রাজধানী ঢাকাতেও কয়েকজন করোনা রোগী শনাক্ত হয়, যা চলতি বছরে প্রথম উল্লেখযোগ্য সংক্রমণের ঘটনা হিসেবে ধরা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।