টেরিবাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড, এড়ানো গেছে বড় ধরনের ক্ষতি

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২১/৫/২০২৫, ৬:৫০:২৮ PM

টেরিবাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড, এড়ানো গেছে বড় ধরনের ক্ষতি

চট্টগ্রাম নগরের কাপড়ের অন্যতম বৃহৎ পাইকারি বাজার টেরিবাজারে সানা ফ্যাশনের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


বুধবার (২১ মে) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুরো টেরিবাজার এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় আধঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

একজন দোকানি বলেন, “আগুনের শিখা দেখে মনে হচ্ছিল অনেক বড় দুর্ঘটনা ঘটবে। কিন্তু ফায়ার সার্ভিস দ্রুত এসে ব্যবস্থা নেওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি।”

এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক থাকলেও কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক লাইনগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...