আলোচিত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’-এর স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় সংঘটিত পাঁচটি হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এই আদেশ দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, পৃথক পাঁচ মামলার তদন্ত কর্মকর্তারা তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে চান্দগাঁও থানা এলাকায় ধারাবাহিকভাবে নিহত হন হৃদয় চন্দ্র তরুয়া, মো. মাহিন, তানভীর সিদ্দিকী, শহীদুল ইসলাম ও ফজলে রাব্বি। এসব ঘটনায় থানায় পৃথকভাবে পাঁচটি হত্যা মামলা দায়ের করা হয়।
তদন্তে উঠে আসে, এ সব ঘটনায় তামান্না অস্ত্র ও লোকবল সরবরাহ করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন করে।
গত ১৫ মার্চ ঢাকার একটি বাসা থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তামান্না ঘোষণা দেন, “আমি কাড়ি কাড়ি টাকা খরচ করেও আমার স্বামীকে ছাড়িয়ে আনব।”
এর কয়েক সপ্তাহ পর, ৩০ মার্চ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার অ্যাক্সেস রোডে একটি প্রাইভেটকারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দুজন। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় তামান্নাকে আসামি করা হয় সাজ্জাদের সঙ্গে।
পরে ১০ মে দিবাগত রাতে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
আইনজীবী ও তদন্ত সংশ্লিষ্টদের মতে, তামান্নার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ আসায় এখন তার বিরুদ্ধে রিমান্ড ও চার্জশিট প্রক্রিয়া দ্রুত এগোবে।
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ...
২০ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ...