প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) ইউরোপিয়ান ফুটবলে নিজেদের সোনালি অধ্যায় লিখে ফেললো। শনিবার রাতে ইতিহাসের সবচেয়ে একপেশে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো ইউরোপের সেরা ক্লাবের মুকুট জিতেছে লুইস এনরিকের দুর্দান্ত তরুণ দল।
প্রাক্তন ইন্টার তারকা আক্রাফ হাকিমি ম্যাচের শুরুতেই পিএসজিকে এগিয়ে দেন। এরপর ২০তম মিনিটে কিশোর তারকা দেজিরে দোয়ে একটি ডিফ্লেক্টেড শটে স্কোরলাইন ২-০ করেন। একাই ম্যাচে ছড়ি ঘোরানো দোয়ে দ্বিতীয়ার্ধে আরও একবার জালের ঠিকানা খুঁজে নিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন।
খেলাটি পরিণত হয় একতরফা মহোৎসবে — খভিচা দলের চতুর্থ গোল করেন এবং বদলি হিসেবে নামা সেনি মায়ুলু ম্যাচের শেষদিকে পঞ্চম গোলটি করেন। এই ৫-০ গোলের জয় ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগের ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের ফাইনাল জয়। দীর্ঘ এক দশকের কাতারি মালিকানায় বিপুল বিনিয়োগ, আর ২০২০ সালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যাওয়া সেই ফাইনালের আক্ষেপ— সব মিলিয়ে এই ট্রফি পিএসজির জন্য এক পরিপূর্ণ স্বপ্নপূরণ।
ফরাসি লিগ ও কাপ জয়ের পর এবার ইউরোপিয়ান ট্রফিও ঘরে তুললো তারা, যা তাদের ইতিহাসের প্রথম এবং ফ্রান্সের মাত্র দ্বিতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগ জয়ের কীর্তি। এর আগে ১৯৯৩ সালে মার্সেই এই মুকুট জিতেছিল।
এই জয়ে লুইস এনরিক নিজের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতলেন, এর আগে ২০১৫ সালে বার্সেলোনার কোচ হিসেবে জিতেছিলেন তিনি। কিলিয়ান এমবাপ্পের বিদায়ের পর দলে যে নবজাগরণ হয়েছে, তার ফলই এই অসাধারণ সাফল্য।
মাত্র ১৯ বছর বয়সী দোয়ে ম্যাচের আগেই আলোচনায় ছিলেন, আর মাঠে তিনি নিজের জাত চিনিয়ে দিয়েছেন। আসছে মঙ্গলবার ২০ বছরে পা দিতে যাওয়া এই তরুণ ইতোমধ্যে বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ তারকার মর্যাদা পেয়ে গেছেন।
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি স্মরণ করা থেকে বিরত রাখার ঘটনা মৌলিক অধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ। ...
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের ...