চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১০/২/২০২৫, ১:২১:৪৩ AM

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।


রোববার বিকেলে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের একজন সদস্য এ তথ্য জানান।

প্রায় ঘণ্টা ব্যাপী বৈঠকে অনুষ্ঠিত হয় তবে বৈঠকের বিষয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে সকালে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রোকন উদ্দিনের সঙ্গে চীন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

আগামী ২৫ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নেতৃত্বে বিএনপির এবং সমমনা দলের একটি প্রতিনিধিদল চীন সফরে যাওয়ার কথা রয়েছে।

ক্যাটাগরি:
কভার নিউজরাজনীতি

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...