হত্যাচেষ্টা ও ভাংচুরের অভিযোগে বাংলাদেশ ইসকনের মুখপাত্র তপন দত্ত প্রকাশ (চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী) সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা করা হয়েছে। মামলা টি করেন গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত অঙ্গনে ইসকনের তান্ডবে আহত ব্যবসায়ী এনামুল হক।
আদালত সূত্র জানা যায় আজ রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর ছিদ্দিকের আদালতে ব্যবসায়ী এনামুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত অন্তত ৪ শ’ থেকে ৫ শ’ জনকে আসামি করা হয়েছে । আদালত মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।
বাদী এনামুল হক বলেন, ‘গত ২৬ নভেম্বর ব্যক্তিগত কাজে আদালত প্রাঙ্গণে আসি। এ সময় পুলিশের সাথে ইসকন ও চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষের সময় ইসকনের অনুসারীরা ‘‘মোল্লা মোল্লা’’ বলে হত্যার উদ্দেশ্যে আমাকে আঘাত করে। চিন্ময় এ ঘটনার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে তাঁকে প্রধান আসামি করা হয়েছে।’ কারণ সে সেদিন পুলিশের হাতে আটক অবস্থায় হান্ড মাইক নিয়ে ওপেন বক্তব্য দিয়ে মারপিট ও তান্ডব চালানোর নির্দেশ দেয়। এতদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানান বাদী এনামুল হক চৌধুরী।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম জানান, আদালত মামলার আবেদন শোনার পর তা মামলা হিসেবে গ্রহণ করেছেন। মামলাটি আদেশের অপেক্ষায় রাখা হয়েছে।
২৩ জুলাই, ২০২৫
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ফর্মুলায় দ্বিমত দেখা দিয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর ভিন্নমত ও ভোট প্রক্রিয়ায় অনাগ্রহের কারণে গঠনতন্ত্র সংক্রান্ত আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপে দলগুলো তাদের অবস্থান তুলে ধরে। এতে দেখা যায়, বিএনপি ও জ...
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২৩ জুলাই, ২০২৫
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ফর্মুলায় দ্বিমত দেখা দিয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর ভিন্নমত ও ভোট প্রক্রিয়ায় অনাগ্রহের কারণে গঠনতন্ত্র সংক্রান্ত আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) রাজ...