চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অস্থায়ী পশুর হাটের দরপত্র জমা নিয়ে শনিবার (১৭ মে) চসিকের অস্থায়ী প্রধান কার্যালয়ে দিনভর উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।
ঈদুল আজহা উপলক্ষে এবার নগরে ৯টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত নেয় চসিক, যার মধ্যে ৫টি হাটের জন্য দরপত্র ফরম বিক্রি করা হয়। ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল এই শনিবার, আর এদিন সকাল থেকেই চসিক কার্যালয়ের সামনে ভিড় করেন বিভিন্ন পক্ষের দরপত্রগ্রহীতারা।
দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে প্রথম উত্তেজনা দেখা দেয়, যখন এক পক্ষ অভিযোগ করে তাদের ফরম জমা দিতে বাধা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন নিজে বাইরে এসে বলেন, “এখানে সবারই দরপত্র জমা দেওয়ার অধিকার আছে। কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” মেয়রের হস্তক্ষেপে কিছুটা স্থিতি ফিরে এলেও বিকেলে আবার উত্তেজনা চরমে পৌঁছায়।
বেলা ৩টার দিকে দরপত্র বাক্স উন্মুক্ত করার পর বিএনপির সমর্থিত দুটি পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়ে। খুলশী থানার ওসি আফতাব উদ্দিন জানান, ৯৯৯ এ ফোন পাওয়ার পর পুলিশ এসে উভয় পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যদিও চূড়ান্তভাবে জানা যায়নি কোন কোন হাটের ইজারা নিয়ে এ বিরোধ তৈরি হয়েছে, তবে ধারণা করা হচ্ছে—বহদ্দারহাটের কর্ণফুলী পশুর হাট ও দক্ষিণ হালিশহরের সিডিএ বালুর মাঠের হাট নিয়ে মূলত উত্তেজনার সৃষ্টি হয়। এই দুটি হাট অর্থনৈতিকভাবে সবচেয়ে লাভজনক হওয়ায় এগুলোর নিয়ন্ত্রণ নিয়ে টানাপড়েন স্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “পূর্বের অভিজ্...
৪ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...