চট্টগ্রাম নগরের নালা-নর্দমা ও খালে পড়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে সিটি করপোরেশনের মেয়রসহ তিনজনকে আইনি নোটিশ দিয়েছেন পাঁচ আইনজীবী।
তাঁদের পক্ষে মোহাম্মদ রিদুয়ান নামের আরেক আইনজীবী আজ সোমবার ডাকযোগে আইনি নোটিশটি পাঠান।
সিটি করপোরেশনকে নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ বলেন, নোটিশ পাওয়ার ৬০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। তবে সোমবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ খালেদ মাহমুদ এ ধরনের কোনো নোটিশ পাননি বলে জানান।
নোটিশে বলা হয়েছে, সিটি করপোরেশনের অবহেলার কারণে নালা-নর্দমা ও খালে পড়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। নগরের উন্মুক্ত নালা-নর্দমায় স্লাব স্থাপন, ভাঙা স্লাবগুলোকে অপসারণ করে নতুন স্লাব স্থাপন এবং খালের পাড়ে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ করতে হবে। এ ছাড়া দুর্ঘটনাপ্রবণ ও মৃত্যুঝুঁকি রয়েছে এমন স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
মেয়র ছাড়াও নোটিশ দেওয়া হয়েছে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে। এ ছাড়া নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম জেলা প্রশাসক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিকে (বেলা)।
নোটিশ দেওয়া পাঁচ আইনজীবী হলেন মোহাম্মদ ফজলুল সাব্বির, মো. এমরান হোসেন, মোহাম্মদ রিয়াজুর রহমান, জোবায়ের হোসেন ও মো. তাওহিদুল করিম। নোটিশে প্রথম আলোয় প্রকাশিত ‘চট্টগ্রামে খাল-নালায় মানুষ মরছে, তবু নিরাপত্তাবেষ্টনী উঠছে না’এবং ‘চট্টগ্রামের নালা যেন মৃত্যুফাঁদ’ শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন গণমাধ্যমে ছাপা প্রতিবেদন যুক্ত করা হয়।