সারাদেশের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) চলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে ফেব্রুয়ারির প্রস্তুতি। প্রস্তুতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার, প্রশাসনিক ভবনসহ বেশ কয়েকটি স্থাপনায় প্লে কার্ড লাগানো এবং আলোর সজ্জার কাজ চলছে। কিন্তু এই প্রস্তুতির মাঝে দেখা যায়, শহিদ মিনারের আশেপাশে লাগানো প্রায় এগারোটি প্লেকার্ডে বানান ভুল। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনকে নিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছে।
আতিকুর নামে এক শিক্ষার্থী লিখেছেন, ‘চট্টগ্রামবাসীর ভাষার প্রতি দরদ যতটুকুই থাকুক, তারা প্রকৃত বাংলা ভাষাটাকে খুব একটা সুবিধা করতে পারে না।’
আনিসুর আরেক শিক্ষার্থী লিখেছেন, ‘এই বিষয়টা সবাই হাস্য-রসাত্মক ভাবে উড়িয়ে দিচ্ছে। ভাষার মাসে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এটাকে কোনোভাবেই মানা যায় না।’
আমেনা বেগম নামে এক শিক্ষার্থী বলেন, ‘এগুলোতো রীতিমত বেয়াদবির সীমাও ছাড়িয়ে গেছে। বাংলা ভাষাকে এভাবে হেনস্তা করার রাইট এরা কীভাবে পায়। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, শহিদ মিনার সাজানোর প্রস্তুতি হিসেবে লাগানো এসব প্লেকার্ডে ‘নত’ শব্দটি ‘নথ’, ‘বাংলাদেশ’ শব্দটি ‘বাংলাশের’, ‘তুমি’ শব্দটি ‘ তামু ‘, ‘কুঁড়ি’ শব্দটি ‘কুডি’ সহ আরো বেশ কয়েকটি প্লেকার্ডে বানান ভুলের চিহ্ন দেখা যায়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, এই কাজের তত্ত্বাবধানে ছিলেন প্রকৌশল দপ্তরের প্রকৌশলী মাহফুজুর রহমান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ কাজগুলো করার জন্য যে সময়ের প্রয়োজন ছিল, তা আমরা পাইনি। কাজটি দেরিতে দেয়া হয়েছিল। তাই তাড়াহুড়ো করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে। আমরা আর্টম্যান দিয়ে এগুলো সংশোধন করছি।
উপ-উপাচার্য ( প্রশাসন ) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, আর্টিস্ট যারা ছিলো তারা তো বেশি পড়াশোনা জানা ছিলো না। এগুলো চেক করার আগেই কর্মচারীরা শহিদ মিনারে লাগিয়ে ফেলেছে। এখানে প্রায়ই অনেকগুলো বানানের ভুল দেখা গেছে। আমরা তৎক্ষণাত আর্টিস্ট দিয়ে পুনরায় ভুল বানানগুলোকে শুদ্ধ করে ফেলি।
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...