চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা প্রধান মোহাম্মদ গোলাম কিবরিয়াকে ঘুষ লেনদেনের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অস্থায়ী নিয়োগের কথা বলে অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (২০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া চবির অগ্রণী ব্যাংকে এক ব্যক্তির সঙ্গে প্রবেশ করে নগদ এক লাখ টাকা গ্রহণ করেন এবং আরও অর্থের জন্য দর কষাকষি করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘জেরিন গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠানের এমডি ফরিদের সঙ্গে চুক্তির মাধ্যমে চবির নিরাপত্তা বিভাগে অস্থায়ী নিয়োগ দেওয়ার প্রলোভনে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করেন গোলাম কিবরিয়া।
এ ঘটনায় চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি বরখাস্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী জীবিকা ভাতা পাবেন। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত গোলাম কিবরিয়ার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “পূর্বের অভিজ্...
৪ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...