চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ নির্দেশনায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে ৮ জুলাই বিকাল সাড়ে তিনটায় এসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ ৯নং ওয়ার্ডের হাতিয়া খোলা ঘিলাতলী অলি ফকিরের বাড়ি থেঊ একটি দেশীয় তৈরী একনালা বন্দুক, ১টি কার্তুজ, ৩টি বন্দুকের বাট বিহীন নল, ৩টি ছাপাতি, ৫টি ছোট ও বড় ছুরি, ১টি ধামা সহমো: আনোয়ার (২৬), পিতা-অলি আহম্মদ অলি ফকির, সাং-পূর্ব হাতিয়া খোলা ( ঘিলাতলি), ৯নং ওয়ার্ড, দোহাজারী পৌরসভা, থানা-চন্দনাইশ কে গ্রেফতার করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করেন। এ সংক্রান্তে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।