চট্টগ্রামের মীরসরাইয়ে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের মুরাদপুর এলাকার সরফুদ্দীন মাঝি বাড়ির মিজান উদ্দিনের ঘরে এ চুরির ঘটনা ঘটেছে।
এ সময় চোর নগদ ৪২ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
কাটাছরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলমগীর বলেন, আমার ওয়ার্ডের সরফুদ্দীন মাঝি বাড়ির মিজানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। তাদের থানায় অভিযোগ দিতে বলেছি।