চট্টগ্রামের হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ইন্ধনদাতা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিএমপির উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন।
এর আগে সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নগরীর লাভলেন এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।
মো. রইছ উদ্দিন বলেন, হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ইন্ধনদাতা সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি সুমন।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর ইসকনের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে মো. ওসমান নামে হাজারী গলির এক দোকানদার ফেসবুকে পোস্ট দেন। তার ওই পোস্টকে কেন্দ্র করে ওইদিন হাজারী গলিতে দোকানি ওসমানের ওপর আক্রমণ করে ৫০০-৬০০ জন ইসকন সমর্থক ও দুষ্কৃতকারী। এ সময় ওসমানের দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়।
পরে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থলে যায়। এ সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর ইটপাটকেল ও অ্যাসিড নিক্ষেপ করে। এ ঘটনায় হামলার শিকার পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করেন। এরপর তদন্ত সংস্থাগুলো জানতে পারে, ওই হামলার মাস্টারমাইন্ডদের অন্যতম ছিলেন সুমন চৌধুরী।
২৬ জুলাই, ২০২৫
নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য রাজধানীতে বাসা খোঁজার কাজ শুরু হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গঠিত একটি ছয় সদস্যের কমিটি বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ২০ জুলাই প্রতিবেদন জমা দেয়।গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ ঘোষণা করায় ভবিষ্যতে আর কোনো প্রধানমন্ত্রী সেখানে থাকতে পারবেন না। তাই ব...
২৫ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
২৩ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২৬ জুলাই, ২০২৫
নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য রাজধানীতে বাসা খোঁজার কাজ শুরু হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গঠিত একটি ছয় সদস্যের কমিটি বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ২০ জুলাই প্রতিবেদন জমা দেয়।গণভবনকে ‘জুলাই ...