চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে দোকানে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১০/৬/২০২৫, ৫:১১:০৬ PM

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে দোকানে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


মঙ্গলবার বিকেল ৩টা ১৩ মিনিটে তামাকুমন্ডি লেইনের এমকে সুপারমার্কেটের একটি দোকানে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত এক কর্মকর্তা বলেন,

“তেমন বড় ধরনের আগুন ছিল না। আমাদের একটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।”

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও তিনি জানান।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সহায়তায় অল্প সময়েই পরিস্থিতি স্বাভাবিক হয়। বাজার এলাকায় কোনো বড় ধরনের আতঙ্ক বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

খালেদা জিয়া রাষ্ট্রপতি?

খালেদা জিয়া রাষ্ট্রপতি?

১ জুলাই, ২০২৫

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। তবে এখনো রাষ্ট্রপতির পদে বহাল আছেন তার আমলে নিয়োগপ্রাপ্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু। এই প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রপতি পরিবর্তন ও নতুন নেতৃত্ব নিয়ে সরব হয়েছেন জনপ্র...