চট্টগ্রামের বায়েজিদে ৯০টি ভারতীয় মোবাইলসহ যুবক গ্রেপ্তার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৩/৫/২০২৫, ৫:৪০:৫৫ PM

চট্টগ্রামের বায়েজিদে ৯০টি ভারতীয় মোবাইলসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় বৈধ কাগজপত্র ছাড়াই ভারতীয় মোবাইল ফোন বহনের অভিযোগে জুবাদুর রহমান তালহা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২২ মে) রাতে বায়েজিদ এলাকার বালুচড়া চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০টি ভারতীয় মোবাইল সেট জব্দ করা হয় বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

ওসি বলেন, “জব্দকৃত মোবাইল সেটগুলোর কোনো বৈধ আমদানির কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়। মোবাইলগুলো অবৈধভাবে পাচার করে দেশের বাজারে সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে আমাদের প্রাথমিক ধারণা।”

গ্রেপ্তার তালহাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অবৈধ মোবাইল চোরাচালান চক্রের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চট্টগ্রাম ও এর আশপাশ এলাকায় অবৈধভাবে ভারতীয় পণ্য আমদানি ও সরবরাহের বেশ কিছু রুট সক্রিয় রয়েছে। এ ধরনের পণ্য আটকে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ ও শুল্ক গোয়েন্দা বিভাগ

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...