চট্টগ্রামের চন্দনপুরায় মানসিকভাবে অসুস্থ বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৯/৬/২০২৫, ৭:৩৯:৫৩ PM

চট্টগ্রামের চন্দনপুরায় মানসিকভাবে অসুস্থ বৃদ্ধের মরদেহ উদ্ধার


সোমবার (৯ জুন) দুপুরে অ্যাকসেস রোডের মুখে ডোবার পাশে পড়ে থাকা অবস্থায় স্থানীয়দের নজরে এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


মৃত আবুল হাশেম হাছু চন্দনপুরা পশ্চিম গলির বাসিন্দা ছিলেন। তিনি অবিবাহিত এবং দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পরিবার জানায়, তিনি প্রায়ই বাসা থেকে বেরিয়ে ঘুরে বেড়াতেন এবং গতকাল রবিবার রাতে বের হয়ে আর বাসায় ফেরেননি।

চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবির জানান,

“স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবার পাশে আবর্জনার স্তূপে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মরদেহে উল্লেখযোগ্য কোনো বাহ্যিক জখমের চিহ্ন পাওয়া যায়নি, তবে বাম পায়ের গোড়ালিতে সামান্য একটি গর্ত বা জখমের চিহ্ন দেখা গেছে।”

পরিবারের সদস্যরা এসে মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর অবশ্যই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ধরনের ঘটনা নগরের প্রান্তিক ও মানসিকভাবে অসুস্থ নাগরিকদের প্রতি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ববোধের ঘাটতির দিকটি চোখে আনে।
পরিবারের সদস্যদের পাশাপাশি সমাজেরও উচিত এই অসহায় মানুষদের প্রতি বেশি মনোযোগ ও মানবিক সহায়তা নিশ্চিত করা।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

খালেদা জিয়া রাষ্ট্রপতি?

খালেদা জিয়া রাষ্ট্রপতি?

১ জুলাই, ২০২৫

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। তবে এখনো রাষ্ট্রপতির পদে বহাল আছেন তার আমলে নিয়োগপ্রাপ্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু। এই প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রপতি পরিবর্তন ও নতুন নেতৃত্ব নিয়ে সরব হয়েছেন জনপ্র...