চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩১/৫/২০২৫, ৫:১৩:১২ AM

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী সড়কের মাজার গেট এলাকায়।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন আলমগীর (২৮) ও বৃষ্ণ দাশ (২৯) — উভয়ের বাড়ি বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মো. ওয়াজেদ জানান, “বাঁশখালীর চাম্বল এলাকা থেকে শহরমুখি একটি সিএনজি অটোরিকশা মাজার গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তীব্র গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু ঘটে।”

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।”

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, “আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...