বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কার্যালয় গত ২৮ অক্টোবরের পর থেকে তালাবদ্ধ। ৪৬ দিন পার হলেও কার্যালয়ে কোনো নেতাকর্মী যাননি। কেন্দ্রীয়ভাবে বিএনপি হরতাল-অবরোধ চলাকালেও কার্যালয় খোলেনি। ঝটিকা মিছিলে সীমাবদ্ধ থাকছে কর্মসূচি।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সেখানে বিএনপির মহানগর নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান ফটক তালাবদ্ধ। মাঠে চারজন কিশোরকে ক্রিকেট খেলতে দেখা যায়। ভবন ও ভবনের আশপাশে সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির বিভিন্ন স্লোগানসংবলিত স্থানীয় ও কেন্দ্রীয় অনেক নেতার ছবি টাঙানো হয়েছে। কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কেও কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
এ ছাড়া চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ও তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।
কার্যালয়ের পাশে ফুটপাতে মোহাম্মদ আলমগীর নামের এক ডিম বিক্রেতা গতকাল ৩টার দিকে বলেন, ‘আমি দুপুরের পর বিএনপি কার্যালয়ের সামনের সড়কে এক সপ্তাহ ধরে ডিম বিক্রি করছি। কিন্তু বিএনপির অফিসে কোনো নেতাকর্মীকে আসতে দেখিনি। বিএনপির কার্যালয়ের সামনের মাঠটিতে ছেলেদের ক্রিকেট খেলতে দেখি।’
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মহানগর বিএনপির একাধিক নেতাকর্মী জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় দলীয় মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনার পর মহাসচিবসহ বিভিন্ন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পর থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির অনেক নেতাকর্মী আড়ালে চলে গেছেন।