মাদক মামলায় মো. আবদুল কুদ্দুস (৪৫) এবং জহুরুল বেপারি (২৯) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রামের জিইসি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ৬ নভেম্বর দিবাগত রাতে কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ট্রাকচালক রাকিব মোল্লা এবং হেলপার আশরাফুল খানকে গ্রেফতার করে পুলিশ। এসময় ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ৭ নভেম্বর মাদক আইনে মামলা হয়।
এরপর গ্রেফতারদের স্বীকারোক্তিতে ট্রাক মালিক আবদুল কুদ্দুস এবং জহুরুল বেপারির নাম আসে। পরে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এ দুজনকে গ্রেফতার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জাগো নিউজকে বলেন, গ্রেফতারদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।