চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অস্ত্রসহ ২১ মামলার আসামি মো.মাসুদকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুর উত্তর ফকিরপাড়া কবরস্থানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাসুদ উপজেলার দক্ষিণ সলিমপুর উত্তর ফকিরপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে এবং সলিমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুর উত্তর ফকিরপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালায় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির একটি দল। তখন মাসুদ দ্রুত পালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেফতার আসামির নামে আদালতে বিস্ফোরক, অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও খুনসহ মোট ২১টি মামলা রয়েছে।