চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি, নগরজুড়ে প্রশান্তি, কিছু জায়গায় ভোগান্তি! 

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৬/৫/২০২৫, ৫:১৬:৪৬ AM

চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি, নগরজুড়ে প্রশান্তি, কিছু জায়গায় ভোগান্তি! 

চট্টগ্রাম নগরীতে কয়েক সপ্তাহ ধরে চলমান তীব্র তাপদাহের পর বৃহস্পতিবার রাতে স্বস্তির বৃষ্টি নেমেছে। দিনের প্রচণ্ড গরম শেষে রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ শুরু হয় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর মুখে এ যেন এক নিঃশ্বাস প্রশমনের অনুভব।


চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

দিনের রেকর্ড অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, বৃহস্পতিবার রাতে শুরু হওয়া বৃষ্টিপাতের সঠিক পরিমাণ রেকর্ড করা হবে রাত ১২টায়।

তবে স্বস্তির বৃষ্টির সঙ্গে সঙ্গে কিছু এলাকায় জনদুর্ভোগের চিত্রও দেখা গেছে। লালখান বাজার, বহদ্দারহাটসহ নগরের বিভিন্ন স্থানে সড়ক কর্দমাক্ত হয়ে পড়ে। লালখান বাজার এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণ এবং বহদ্দারহাটে জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার প্রকল্পের কারণে সংলগ্ন এলাকাগুলোতে কাদাজলে চলাচলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

তবে বৃষ্টির এ আগমন নগরবাসীর মধ্যে সাময়িক স্বস্তি এনে দিয়েছে, যারা দিনের তাপদাহে নাজেহাল হয়ে পড়েছিলেন। আগামিদিনগুলোতে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় নগরবাসী কিছুটা হলেও শীতল স্বপ্ন দেখতে শুরু করেছে।

ক্যাটাগরি:
আবহাওয়াকভার নিউজচট্টগ্রাম

আবহাওয়া ক্যাটাগরি থেকে আরো