বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ডাকে চট্টগ্রামে সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মুরাদপুর এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে নগরের মুরাদপুর, বহদ্দারহাট, একে খান ও অক্সিজেন এলাকায় প্রায় দুই শতাধিক সুন্নি অনুসারী সড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১১টার দিকে মুরাদপুরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় স্থানীয় কয়েকজন লাঠিসোটা হাতে ‘সুন্নিদের প্রতিরোধে’ সড়কে নেমে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, “সড়ক অবরোধকারীদের বুঝিয়ে সড়ক ছাড়াতে চেষ্টা করি। কিন্তু ব্যর্থ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নিতে হয়। ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে আটক করা হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় যুবকদের একটি দল সাংবাদিক ও পথচারীদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলে দাবি করলেও উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি।
অন্যদিকে, একই দাবিতে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকাতেও সড়ক অবরোধ করেন শতাধিক সুন্নি অনুসারী। তবে সেখানে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হক।
তিনি বলেন, “ওনারা আমাদের অনুরোধে আধা ঘণ্টার মধ্যেই কর্মসূচি শেষ করেন। কোনো বিশৃঙ্খলা হয়নি, কাউকে আটক করা হয়নি।”
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল গাজীপুরের হায়দারাবাদে এক শিশুকে বলাৎকারের অভিযোগে জনতার হাতে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয় মাওলানা রইস উদ্দিনকে। পরদিন ভোরে তিনি কারাগারে মারা যান। এ ঘটনার পর চট্টগ্রামে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত।