চট্টগ্রাম নগরের বন্দর থানার চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের ৭০ নম্বর ভোটকেন্দ্র একটি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার ( ৬ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, আজ ভোর পাঁচটার দিকে নিশ্চিন্তাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে আগুন লাগে। স্থানীয়র লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভ্রা রানী দে জানান, তাঁর কক্ষে শিক্ষার্থীদের কিছু বই, দাপ্তরিক কাগজ ও অন্যান্য নথিপত্র ছিল। সেগুলো পুড়ে গেছে। নির্বাচনসংশ্লিষ্ট কোনো সরঞ্জাম পুড়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, শুধু বিদ্যালয়ের কাগজপত্র পুড়েছে।
বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শামিম মিয়ার বরাত দিয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানায়, খবর পেয়ে বন্দর স্টেশনের দুটি ইউনিটি আগুন নিয়ন্ত্রণে আনে। প্রধান শিক্ষকের কক্ষেই আগুন লেগেছিল। তবে আগুনের কারণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।