চট্টগ্রামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৫/৫/২০২৫, ৬:৪১:৪৯ AM

চট্টগ্রামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তার নিজ জেলা চট্টগ্রামে এক ঐতিহাসিক সফর সম্পন্ন করেছেন।


 

বুধবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি দিনের শুরুতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ৫ নম্বর ইয়ার্ডে বন্দর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর সার্কিট হাউজে এসে তিনি চট্টগ্রামবাসীর বহু প্রতীক্ষিত কালুরঘাট রেল কাম সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই দিনে তিনি ‘চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন–হাটহাজারী মহাসড়কের উন্নয়ন’ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।

দুপুরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং সমাবর্তন বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন। এ অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার (ডি-লিট)’ ডিগ্রি প্রদান করে। তিনি একসময় এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে দীর্ঘ এক দশক শিক্ষকতা করেছিলেন, ফলে এ ডিগ্রি ছিল তার জন্য এক বিশেষ সম্মান ও আবেগময় পুনর্মিলন।

সমাবর্তন অনুষ্ঠান শেষে বিকেলে তিনি হাটহাজারী উপজেলার সেই ঐতিহাসিক স্থান—গ্রামীণ ব্যাংকের প্রথম শাখাটি পরিদর্শনে যান, যা একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছেই প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে হাটহাজারীর একটি ভবনে স্থানান্তরিত হয়। এই শাখাটি থেকেই বিশ্বের খ্যাতনামা মাইক্রোক্রেডিট মডেলের যাত্রা শুরু হয়েছিল।

পরিদর্শন শেষে বিকেল ৫টার দিকে ড. ইউনূস তার পৈত্রিক নিবাস শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যান। সেখানে তিনি দাদা-দাদীর কবর জিয়ারত করেন এবং গ্রামের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটান।

এই সফরের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূস শুধু সরকারি দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখেননি, বরং চট্টগ্রামের উন্নয়ন ও ঐতিহ্যের সঙ্গে তার জীবনের অটুট বন্ধনকেও নতুনভাবে তুলে ধরেছেন।

 

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রামজাতীয়

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...