চট্টগ্রাম নগরীর চান্দগাঁওস্থ একটি পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১টার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান চত্বর এলাকা থেকে সাদ মাহমুদ (২৪) ও আশরাফ উদ্দিন রিয়াজ (২৮)-কে গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন গ্রেপ্তারকার্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সাদ মাহমুদ চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর এলাকার মীর মহিউদ্দিনের ছেলে এবং আশরাফ উদ্দিন রিয়াজ একই উপজেলার পৌরসভা এলাকার নাছির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাদ মাহমুদের নেতৃত্বে উক্ত দুই যুবক চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লিখেছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, “আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”