চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকা থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে চকবাজার থানার গণি কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আব্দুর রশিদ (৪৫), মো. সেলিম (৪৫), জুয়েল হোসেন (২০), মো. আকাশ (২০), মো. ফারুক (২৫), মো. জুয়েল (২৩), মো. মাইনুদ্দিন (২৪) এবং মো. মান্নান (২৭)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওয়ালী উদ্দিন আকবর জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গণি কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলেই তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।