রোববার, ঈদের দ্বিতীয় দিনে খাজা রোডের এফ এ কমিউনিটি হল এবং দেওয়ান বাজার ওয়ার্ডে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উদ্যোগে আর্থিক সহায়তা দিয়েছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘হাসেন’। জনপদ ফাউন্ডেশন স্থানীয় অংশীদার হিসেবে কারিগরি সহায়তা দেয় এবং পুরো কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডে শতাধিক পরিবার এবং ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে প্রায় তিন শতাধিক অসহায় ও দরিদ্র পরিবার এই সহায়তা পায়।
পুরো কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন জনপদ ফাউন্ডেশনের সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ এবং সেক্রেটারি ইশাত মান্নান তানিম।
এছাড়াও সক্রিয়ভাবে অংশ নেন ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ সাজ্জাদ, এস এম তারেক, মোহাম্মদ ইউনূস, মোহাম্মদ রাশেদ, রাফসান খান ও বেলাল হোসেন হৃদয়সহ প্রমূখ।