চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নাহিদা আকতার রিক্তা নামে এক নারী স্বাভাবিক প্রক্রিয়ায় একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চমেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নবজাতকদের মধ্যে দুইজন ছেলে ও তিনজন মেয়ে।
চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচটি শিশুই কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে। এর মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কেবল একজন শিশুর ওজন হয়েছে এক কেজি ৫০ গ্রাম, বাকিদের ওজন এক কেজির নিচে।
শিশুদের দেখতে আরব আমিরাতের দুবাই থেকে দেশে ছুটে আসেন বাবা আশরাফুল আলম। তিনি জানান, পাঁচ বছর আগে তার একটি কন্যা সন্তান জন্ম নেয়। দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হলেও নবজাতকদের শারীরিক অবস্থা ভালো না থাকায় তিনি উদ্বিগ্ন।
আশরাফুল আলম সিটিজিপোস্টকে বলেন, “আমার পাঁচ সন্তানের মধ্যে চারজনের অবস্থা ভালো নয়। ডাক্তাররা বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিচ্ছেন, এতে আমি বেশ চিন্তিত।” ফেনীর ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নের মজলিস বাড়ির বাসিন্দা আশরাফুল সন্তানদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
শিশুদের খালা জানান, প্রথমে তার বোন নাহিদা আকতার রিক্তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়, যেখানে স্বাভাবিকভাবে পাঁচটি শিশুর জন্ম হয়। বর্তমানে তিন মেয়ে ও এক ছেলে শিশুর অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন তিনি।
২৪ আগস্ট, ২০২৫
চট্টগ্রামে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি অবৈধভাবে ব্যক্তিমালিকানায় বিক্রির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।আজ (রোববার) দুদক, জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর একটি টিম ভূমি অফিস থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহের পর বিদ্যালয় প্রাঙ্গণে অভিযান পরিচালনা করে।...
২৪ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
চট্টগ্রামে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি অবৈধভাবে ব্যক্তিমালিকানায় বিক্রির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।আজ (রোববার) দুদক, জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর...