চট্টগ্রামে চলতি বছর (২০২৫ সালে) প্রথমবারের মতো করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে আরও ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
সোমবার (১৬ জুন) প্রকাশিত কোভিড-১৯ পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির নাম শফিউল ইসলাম (৭৫)। তিনি চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, তিনি পোস্ট-অপারেটিভ জটিলতা ও কিডনি ফেইলিউরে ভুগছিলেন, এবং মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার ডায়ালাইসিস করানো হয় তাকে।
করোনা শনাক্তের পর স্বেচ্ছায় হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরে যান, এবং নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন।
গত ২৪ ঘণ্টায় ১২০টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে— ৭ জন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা, ৩ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা
উল্লেখযোগ্যভাবে, নগরীর চারটি সরকারি ল্যাবে এদিন কোনো করোনা পরীক্ষা হয়নি। চলতি বছর চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে, যার মধ্যে— ২২ জন মহানগর এলাকার বাসিন্দা, ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা ।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন— “করোনাভাইরাস আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা ও সচেতনতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।”