নগরের চান্দঁগাও থানার বহদ্দারহাট এলাকায় গুলজার হোটেল নামে একটি আবাসিক হোটেলে ঝিনুক প্রকাশ লিপি (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় হোটেল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওড়না পেঁচিয়ে খুন করা হয়েছে। পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ ও ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য কয়েকজনকে থানায় আনা হয়েছে।