চট্টগ্রামে আবারও কেএনএফ-এর জন্য প্রস্তুত ১৩ হাজার ইউনিফর্ম জব্দ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৮/৫/২০২৫, ১:২০:৩১ PM

চট্টগ্রামে আবারও কেএনএফ-এর জন্য প্রস্তুত ১৩ হাজার ইউনিফর্ম জব্দ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার অন্তর্গত এলাকা থেকে পার্বত্য সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর জন্য তৈরি সন্দেহজনক আরও প্রায় ১৩ হাজার ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাতে এই অভিযান চালায় বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।


পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, জব্দকৃত ইউনিফর্মগুলো কেএনএফ-এর সদস্যদের ব্যবহারের উদ্দেশ্যে তৈরি হচ্ছিল। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ বিষয়টি নিশ্চিত করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বক্তব্য দেওয়া যাবে না।”

ঘটনার পর পাহাড়তলী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলার বাদী থাকবেন বায়েজিদ বোস্তামী থানার এক উপ-পরিদর্শক (এসআই)।

এর আগে, গত ১৭ মে চট্টগ্রামের একই এলাকার একটি পোশাক কারখানা ‘রিংভো অ্যাপারেলস’ থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করেছিল নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই ঘটনায় দেড় থেকে দুই কোটি টাকার চুক্তিতে কেএনএফ-এর জন্য পোশাক প্রস্তুতের অভিযোগে গ্রেপ্তার হন কারখানার মালিক সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। ওই মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হয়।

এছাড়াও, গত ২৬ মে দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম উদ্ধার করা হয়েছিল, যা একই সূত্রে তৈরি বলে সন্দেহ করা হচ্ছে।

এই একের পর এক ঘটনায় চট্টগ্রামে কেএনএফ-এর সহায়ক কার্যক্রম ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, পাহাড়ি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সমঝোতার পাশাপাশি চট্টগ্রাম শহরকেও নজরদারির আওতায় আনা জরুরি হয়ে পড়েছে।

পুলিশ জানায়, পুরো চক্রটি শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। তবে এখন পর্যন্ত সংগঠনটির সঙ্গে সরাসরি জড়িত কারও পরিচয় বা অবস্থান নিশ্চিত করা যায়নি।

জনমনে উদ্বেগ বাড়িয়ে তোলা এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে শহরাঞ্চলের নিরাপত্তা ও শিল্প কারখানাগুলোর তদারকি ব্যবস্থা নিয়েও।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করেছে সিএমপি

৪ জুলাই, ২০২৫

আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...