চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাঙ্গুনিয়ার পশ্চিম খুরসীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম খুরসীয়া চীপছড়ি আবুল কাশেমের ছেলে মো. রোকন ও কক্সবাজারের টেকনাফ থানার উত্তর নয়াপাড়া মো. সিরাজুল হক।