আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক শুনানি শেষে এ আদেশ দেন।
চিন্ময়ের বিরুদ্ধে যেসব মামলায় জামিন আবেদন করা হয়েছিল তা হলো— আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের মূল মামলা, গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রামে সংঘটিত হামলা ও ভাংচুরের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের দায়ের করা তিনটি মামলা, আলিফের ভাইয়ের দায়ের করা একটি পৃথক মামলা ।
চিকিৎসার প্রয়োজনীয়তা উল্লেখ করে চিন্ময়ের পক্ষে তার আইনজীবী অপূর্ব কুমার ঘোষ জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।
চট্টগ্রাম আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, “আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ রয়েছে। আদালত সব বিবেচনায় জামিন আবেদন নাকচ করেছেন।”
২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। পরদিন চট্টগ্রামে এনে তাকে আদালতে হাজির করে পুলিশ। পরবর্তীতে আলিফ হত্যা মামলায় তার সম্পৃক্ততা নিয়ে তদন্ত জোরদার হয়।
২৬ নভেম্বরের ঘটনায় নগরীর একাধিক এলাকায় সহিংসতা ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলাগুলোর অন্যতম অভিযুক্ত হিসেবে উঠে আসে চিন্ময়ের নাম।
সনাতনী জাগরণ জোট ও সংশ্লিষ্ট সংগঠনগুলো দাবি করেছে, চিন্ময় কৃষ্ণ দাস একটি “রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার”। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ রয়েছে এবং তদন্ত এখনো চলমান।
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ...
২০ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ...