চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসলামী ছাত্রশিবিরের তিন নেতা আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ কলেজ শাখা শিবিরের সম্পাদক মোজাহেরুল ইসলাম, সহ-সম্পাদক কামরুজ্জামান জীবন ও সদস্য আব্দুল হাদী রাহিক।
ঘটনাটি ঘটে শনিবার দুপুরে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার সময়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ প্রাঙ্গণে শিবিরের একটি সহায়ক ডেস্কে রাখা এক পরীক্ষার্থী তার ব্যাগ খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে। বিষয়টি নিয়ে ছাত্রদলের এক সদস্য শিবিরের সঙ্গে কথা বলতে চাইলে, শিবিরের এক কর্মীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শারীরিক ধাক্কাধাক্কি শুরু হলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় ছাত্রদলের একাধিক সদস্য শিবির নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছে সংগঠনটি। হামলায় মোজাহেরুল ইসলাম, কামরুজ্জামান জীবন ও আব্দুল হাদী রাহিক আহত হন।
জানা গেছে, পরীক্ষার দিন কলেজ ক্যাম্পাসে একমাত্র ইসলামী ছাত্রশিবিরই তাদের ভর্তি সহায়ক ডেস্ক পরিচালনা করছিল। এর আগে, একই কলেজ শাখার ছাত্রদল ডেস্ক বসানোকে কেন্দ্র করে আপত্তি জানিয়ে রাতে ক্যাম্পাসে শোডাউন করে। তারা অভিযোগ করে, “গুপ্ত রাজনীতির নামে একক আধিপত্য চালাতে দেওয়া হবে না।”
ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের সংঘর্ষে গড়ানোর আগেই পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে।
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, “পূর্বের অভিজ্...
৪ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৩ জুলাই, ২০২৫
৪ জুলাই, ২০২৫
আসন্ন পবিত্র আশুরা (১০ মহররম ১৪৪৭ হিজরি) উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (৪ জুলাই) সিএমপি ...