ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য সতর্কতা জোরদার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশফেরত যাত্রীদের জন্য আলাদা স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
রবিবার (৮ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটে আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপতে ইমিগ্রেশন এলাকায় বসানো হয়েছে থার্মাল স্ক্যানার। সেই সঙ্গে যাত্রীদের সচেতন করতে স্বাস্থ্যবিষয়ক দিকনির্দেশনা প্রচার করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য যথেষ্ট পরিমাণ মাস্ক ও গ্লাভস সরবরাহ নিশ্চিত করা হয়েছে। যাত্রী ও কর্মীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এদিকে, দেশে করোনার সংক্রমণও ধীরে ধীরে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে দেশে আক্রান্তের সংখ্যা ছিল ২৩ জন, কিন্তু মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। সর্বশেষ ৫ জুন একজনের করোনায় মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে অধিদপ্তর।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন NB.1.8.1 দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, ২৩ মে পর্যন্ত বিশ্বের ২২টি দেশে এ ধরন শনাক্ত হয়েছে ৫১৮ জন রোগীর দেহে। যদিও সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম, তবে আক্রান্তের হার দ্রুত বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পরিস্থিতি আতঙ্কিত হওয়ার মতো নয়, তবে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
১ জুলাই, ২০২৫
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। তবে এখনো রাষ্ট্রপতির পদে বহাল আছেন তার আমলে নিয়োগপ্রাপ্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু। এই প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রপতি পরিবর্তন ও নতুন নেতৃত্ব নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার, লেখক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য।সোমবার (৩০ জুন) সন্ধ্যায় “চুপ্পু আউট: কে হচ্...
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
১ জুলাই, ২০২৫
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। তবে এখনো রাষ্ট্রপতির পদে বহাল আছেন তার আমলে নিয়োগপ্রাপ্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু। এই প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রপতি পরিবর্তন ও নতুন নেতৃত্ব নিয়ে সরব হয়েছেন জনপ্র...